দামুড়হুদার কাঁঠালতলায় মুখোশ পরিহিত অজ্ঞাত অবরোধকারীদের নাশকতা
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কাঁঠালতলায় মুখোশ পরিহিত ৮/১০ জন অজ্ঞাত অবরোধকারীরা চলন্ত ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ করেছে। ইটের আঘাতে ট্রাকের গ্লাস ভেঙে গেছে এবং ট্রাকের চালক আ. ছাত্তার আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার জয়রামপুর কাঁঠালতলার অদূরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিরাপত্তা বলায়ে ট্রাকটি দর্শনা পর্যন্ত পৌঁছে দেয়।
ট্রাকে থাকা প্রত্যক্ষদর্শী দামুড়হুদা দশমীপাড়ার বুদো জানান, আমরা কাঠ লোড করার জন্য দামুড়হুদা বাসস্ট্যান্ড থেকে যশোরের উদ্দেশে রওনা হই। রাত আনুমানিক ৯টার দিকে ট্রাকটি চুয়াডাঙ্গা- দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঠালতলার অদূরে পৌঁছানো মাত্র ৪ জন মুখোশ পরিহিত অজ্ঞাত অবরোধকারী ট্রাকের গ্লাসে ইটপাটকেল নিক্ষেপ করে। ট্রাকচালক ওই অবস্থায় দ্রুতগতিতে স্থানত্যাগ করার সময় মুখোশ পরিহিত আরো ৪ জন অজ্ঞাত অবরোধকারী পুনরায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ট্রাকের গ্লাস ভেঙে যায় এবং ড্রাইভার ছাত্তার আহত হন। তার ডান চোখে আঘাত লাগে। এর কিছুক্ষণ পর দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং আমাদেরকে দর্শনা পর্যন্ত এগিয়ে দিযে আসে। দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান বলেন, কয়েকজন আচমকা ট্রাকের গ্লাসে ইট নিক্ষেপ করে। এতে ট্রাকের গ্লাস সামান্য ভেঙে যায়। তবে কেউ আহত হয়েছে এমন খবর পাইনি। এ ঘটনায় এলাকার জনসাধাণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে এলাকার শান্তিপ্রিয় জনগণ পুলিশ প্রশাসনকে আরো কঠোর হওয়ার অনুরোধ জানিয়েছেন।