আলমডাঙ্গা রেলস্টেশন থেকে হেরোইনসহ মাদকসম্রাট আলাউদ্দিন আটক

 

আলমডাঙ্গা ব্যরো: মাত্র কয়েকমাস যেতে না যেতেই আবারো আলমডাঙ্গা স্টেশনপাড়ার মাদকসম্রাট আলাউদ্দিন হেরোইনসহ আটক হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী র‌্যাব-৬ আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ আলাউদ্দিনকে আটক করে।

জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার মৃত বাহাদুর শেখের ছেলে আলাউদ্দিন (৫২) মাদকসম্রাট। সে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে। এর আগেও পুলিশ, ডিবি ও র‌্যাব একাধিকবার তাকে আটক করেছে। কয়েক মাস আগেও র‌্যাব তাকে ফেনসিডিলসহ আটক করে। কয়েক মাস জেলখেটে বাড়ি এসে আবারো সে মাদকব্যবসা শুরু করে। আলাউদ্দিনসহ তার পরিবারের সদস্যরাও মাদকব্যবসার সাথে জড়িত। তার স্ত্রী মিনি, মেয়ে আলো ও জামাই রুবেল এলাকার চিহ্নত মাদকব্যবসায়ী। এলাকাবাসীর অভিযোগ, তাদের কারণে রেলস্টেশন এলাকাসহ আশপাশ এলাকার যুবসমাজ ধ্বংস হতে বসেছে। গতকাল গাংনী র‌্যাব-৬’র ক্যাম্প ইনচার্জ এএসপি রমজান আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে ৪ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে র‌্যাব আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে থানা হেফাজতে দিয়ে যায়। আজ তাকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।

Leave a comment