দামুড়হুদা অফিস: আত্মীয়ের লাশ দেখে ফেরার পথে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন আদরী খাতুন (৩০) নামের দু সন্তানের জননী। শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান নসিমনের চাকায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। হৃদয় বিদারক ওই ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোমরপুর-গোবিন্দহুদা সড়কের নাপিতখালী মোড়ের অদূরে। আদরী খাতুন গোবিন্দহুদা গ্রামের দুবাই প্রবাসী মধু মিয়ার স্ত্রী।
জানা গেছে, কোমরপুর থেকে এক এক আত্মীয়ের লাশ দেখে বাড়ির লোকজনের সাথে বাড়ির উদ্দেশে রওনা দেন গৃহবধূ আদরী খাতুন। এক পর্যায়ে তার ওড়নাটি নসিমনের চাকার সাথে পেঁচিয়ে যায়। তিনি নসিমন থেকে আছড়ে পড়েন সড়কের ওপর। মুমূর্ষু অবস্থায় তাকে নেয়া হয় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা)। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।