স্টাফ রিপোর্টার: আড়াই বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করতে ক্রাশ গ্রোগ্রাম হাতে নিয়েছে কর্তৃপক্ষ। এ কর্মসূচির অংশ হিসেবে এখন থেকে তিন মাসের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমণ্ডির নগর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তিনি। উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফল তিন মাসের মধ্যে ঘোষণা করা হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ প্রোগ্রাম নেয়া হয়েছে। পরীক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে বিশেষ সফটওয়ারের মাধ্যমে নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে পাঠাবেন। আগে ম্যানুয়ালি এটা করা হতো। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃতসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকেই বছরের শুরুতেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার জানিয়ে দেয়া হবে বলে জানান অধ্যাপক হারুন। তিনি বলেন, ক্রাশ প্রোগ্রাম বাস্তবায়নে ক্লাস, ফরম পূরণ, পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের দিন সংখ্যা কমিয়ে এনে ক্লাসের সময় বাড়ানো হয়েছে। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কয়েক বছরের সেশনজটের ধকল সইতে হচ্ছে। কোনো পরীক্ষার ফলই ছয় মাসের আগে প্রকাশ করতে পারে না এ বিশ্ববিদ্যালয়।