সহজ জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

মাথাভাঙ্গা মনিটর: ইমরান তাহির ও ভার্নন ফিল্যান্ডারের দারুণ বোলিঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটের এ জয়ে ওয়ানডে সিরিজও নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের। পাঁচ ম্যাচের সিরিজে এখন ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। গত বুধবার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ৪ বলে ১২২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ২৬ রান করেন মারলন স্যামুয়েলস। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করে আসে জোনাথান কার্টার ও সুলেমান বেনের ব্যাট থেকে। ২৮ রানে ৪ উইকেট নেন লেগস্পিনার তাহির। ম্যাচ সেরা ফিল্যান্ডার ৩ উইকেট নেন ২৭ রানে।
জবাবে ২৪ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ২৭ রানে রিলি রুশো ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে হাশিম আমলা ও ফাফ দু প্লেসির অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটিতে বড় জয় পায় স্বাগতিকরা। ৬১ রানে অপরাজিত থাকেন আমলা। তার ৬৩ বলের ইনিংসটি ৯টি চার সমৃদ্ধ। ৭১ বলে ৫টি চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন দু প্লেসি।