মোদী-ওবামার মনের কথা শোনার অপেক্ষায় ভারত

মাথাভাঙ্গা মনিটর: আকাশবাণীতে নরেন্দ্র মোদীর মান কি বাত অনুষ্ঠানে বারাক ওবামার কণ্ঠ শুনতে অধীর অপেক্ষায় পুরো ভারত। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৫ জানুয়ারি আসছেন ওবামা। তিন দিনের এ আটসাঁট সফরেই ২৭ জানুয়ারি ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর মাসিক বেতার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দু নেতা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি এ অনুষ্ঠানে সাধারণ নাগরিকদের প্রশ্নের উত্তর দেবেন বলে এক প্রতিবেদনে জানানো হয়। জনগণের আগ্রহের পারদ উসকে দিতে গতকাল বৃহস্পতিবার কয়েক দফা টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী, যিনি নিজেই মান কি বাত অনুষ্ঠানের উপস্থাপক। আগ্রহীদের রোববারের মধ্যে প্রশ্ন পাঠাতে অনুরোধ করেছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ২৭ জানুয়ারি প্রচার হবে মান কি বাত এর বিশেষ পর্ব, প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে অনুষ্ঠানে যোগ দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। আগ্রহীরা যাতে সহজেই প্রশ্ন পাঠাতে পারেন, সেজন্য মোদী তার সরকারি বিশেষ ফোরামের ওয়েবপাতায় একটি লিঙ্কও দিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তায় রেডিওতে ভাষণ দেন ওবামা। ফলে রেডিও স্টুডিও তার কাছেও নতুন কিছু নয়। দু নেতার সম্পর্কোন্নয়নের এ ধারা শুরু হয়েছিলো গত বছর মার্টিন লুথার কিং দিবসের অনুষ্ঠানে মোদীর অংশগ্রহণের মধ্যদিয়ে। ওবামা ও মোদী সেদিন সংক্ষিপ্ত মোটর শোভাযাত্রা করে হোয়াইট হাউজ থেকে মূল অনুষ্ঠানস্থলে যান। এরপর থেকে ভারতীয় কর্মকর্তারাও ওবামাকে বিশেষভাবে সম্মানিত করার পথ খুঁজছিলেন। মান কি বাত এর আগামী পর্বটিই হতে যাচ্ছে সেই বিশেষ উপলক্ষ।