প্রীতি ক্রিকেটে পোড়াদহ একাদশকে হারিয়ে মুন্সিগঞ্জ সংহতি সংঘের জয়লাভ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সংহতি সংঘ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ টাউন ফুটবলমাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট খেলায় ৬৩ রানে কুষ্টিয়ার পোড়াদহ একাদশকে হারিয়েছে।

মুন্সিগঞ্জ সংহতি সংঘের নবাগত ক্যাপ্টেন বিকুর অভিষেক ম্যাচে কুষ্টিয়ার পোড়াদহ একাদশকে হারিয়েছে। গতকাল সকাল ১০টায় মুন্সিগঞ্জ টাউন ফুটবলমাঠে অনুষ্ঠিত মুন্সিগঞ্জ সংহতি সংঘ ও কুষ্টিয়ার পোড়াদহ একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। টস জিতে মুন্সিগঞ্জ সংহতি সংঘ নির্ধারিত ৩০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে পোড়াদহ ক্রিকেট টিম ২৬.৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। ফলে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ৬৩ রানে জয় পায়। জয়ী দলের সাদ্দাম ৬২ রান ও ৪টি উইকেট নেয়ায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। জয়ী দলের কমন তার ঝড়ো ইনিংসে ৯ বলে ৪৩ রান করে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলার মাধ্যমে মুন্সিগঞ্জ সংহতি সংঘের বিকু অধিনায়কের দায়িত্বভার গ্রহণ করেন।

Leave a comment