গাংনীর বামন্দী ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার বিকেলে বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আমিরুল ইসলাম সভাপতি ও আবু রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিট গঠন করা হয়েছে।

বামন্দী ইউনিয়ন যুবলীগের বিদায়ী সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী ও গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শামীম, ইউপি যুবলীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, জেলা যুবলীগ সদস্য জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা হবিবুর রহমান হবি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, তেঁতুলবাড়িয়া ইউয়িনন যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুল আলিমসহ নেতৃবৃন্দ।

বামন্দী ইউনিয়ন যুবলীগের সম্মেলনের মধ্যদিয়ে এ উপজেলার ১১টি সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের অনুমতি নিয়ে দ্রুত উপজেলা যুবলীগের সম্মেলন সম্পন্ন হবে বলে জানান উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন।