মাথাভাঙ্গা মনিটর: ক্যারিবিয় দ্বীপরাষ্ট্র জামাইকার মন্ত্রিপরিষদ স্বল্প পরিমাণ গাঁজা বহনকে বৈধতা দেয়ার জন্য একটি বিল অনুমোদন করেছে। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্য সরকার এ মাদকটির সেবন ও পরিবহণে বৈধতা দিয়েছিল। জামাইকায় গাঁজা বৈধতা দেয়ার ফলে দেশটির রাসতাফারিয়ান গোত্রের লোকজন বৈধভাবে গাঁজা সেবনের অনুমতি পেতে যাচ্ছে। ওই গোত্রটির লোকজন ধর্মীয় কারণে গাঁজা সেবন করে থাকে। এ অনুমোদনের ফলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে চিকিৎসা কাজে ব্যবহারের জন্য গাঁজা চাষ, বিপণন ও বিক্রি করা যাবে। তবে পাবলিক প্লেসে গাঁজা সেবনে নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। এর কয়েক বছর আগে মেক্সিকো, কলম্বিয়া এবং আর্জেন্টিনায় স্বল্প পরিমাণ গাঁজা বহনকে বৈধতা দিয়েছিলো। গত বছর সারা পৃথিবীর মধ্যে উরুগুয়েতে প্রথমবারের মতো সম্পূর্ণভাবে গাঁজা চাষ, বিপণন ও বিক্রি বৈধতা দেয়।