অর্থ সঙ্কটের দরুণ বেতনের চেক ফেরত দিচ্ছে সোনালী ব্যাংক!

জীবননগর ব্যুরো: বিএনপির ডাকা টানা অবরোধ ও হরতালে ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাভাব বিরাজ করছে। বেচা-বিক্রি না থাকায় সারাদিন অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। বেচা-বিক্রি না হওয়ায় শহরের ব্যাংকগুলো চরম অর্থ সঙ্কটে পড়েছে। চেক নিয়ে ব্যাংকে এসে টাকা না পেয়ে গ্রাহকদের ঘণ্টার ঘণ্টা ব্যাংকে অপক্ষো করতে হচ্ছে। এমন অবস্থার মধ্যে গতকাল বৃহস্পতিবার গ্রাহকসহ প্রায় ২শ শিক্ষক তাদের বেতনের চেক নিয়ে যান জীবননগর সোনালী ব্যাংক শাখায়। কিন্তু ব্যাংকের ভোল্টে অর্থ মজুদ না থাকায় চেক ফেরত দেয় সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

ভূক্তভোগী শিক্ষক মশিউর রহমান জানান, মাসের শেষে বেতন নিতে এসে টাকা না পাওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়বেন। এ ব্যাপারে সোনালী ব্যাংক স্থানীয় শাখার ম্যানেজার খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি শিক্ষকদের বেতনের চেক ফেরত দেয়ার কথা স্বীকার করেণ। তিনি সাংবাদিকদের জানান, অবরোধ-হরতালের পূর্বে প্রতিদিন যে পরিমাণ টাকা জমা পড়তো তা থেকে গ্রাহকদের চেকের টাকা পেমেন্ট করার পর উদ্বৃত্ত টাকা চুয়াডাঙ্গার ভোল্টে পাঠিয়ে দেয়া হতো। কিন্তু বর্তমানে হরতাল-অবরোধের কারণে ব্যাংকে টাকা জমার পরিমাণ কমে গেছে। ফলে প্রতিদিনি জেলা ভোল্ট থেকে টাকা আনতে হয়। এতোদিন পুলিশ প্রহরায় টাকার গাড়ি আনা হচ্ছিলো। কিন্তু পুলিশও এখন টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করছে। ফলে ব্যাংকে অর্থ সঙ্কট সৃষ্টি হয়েছে।