মাথাভাঙ্গা মনিটর: সিআর সেভেন নাকি লিও মেসির তুলনায় আরও বেশি ব্যালন ডি’ওর জিতবেন। আজই মন্তব্য করলেন জিনেদিন জিদান। তারই মধ্যে ইরিনা শায়েকের প্রস্থানের সাথে সাথেই রোনাল্দোর জীবনে নতুন প্রেমিকার প্রবেশ নিয়ে জল্পনা তুঙ্গে। গত মঙ্গলবার রোনাল্দো নিজে নিশ্চিত করে দিয়েছেন, ইরিনার সাথে সম্পর্কটা ভেঙে গিয়েছে। তিনি রীতিমতো লিখিত বিবৃতি দিলেন, ‘পাঁচ বছর একসাথে থাকার পর ইরিনার সাথে আমার সম্পর্কটা ভেঙে গিয়েছে। আমরা দুজনেই মনে করেছি, আমাদের আলাদাই থাকা দুজনের জন্যই সঠিক পদক্ষেপ। আশা করি ইরিনা সুখেই থাকবে।
মাদ্রিদে এখন জোর আলোচনা ক্রিস্তিয়ানো রোনাল্দোর নতুন প্রেমিকাকে নিয়ে। স্পেনে মুখরোচক গল্প রোনাল্দো এবং লুসিয়া ভিয়ালোনকে নিয়ে। পিছিয়ে নেই ইরিনাও। অনেকে বলছেন, অভিনেতা ও প্রাক্তন কুস্তিগির ডোয়েন জনসন, যিনি ‘দ্য রক’ নামে পরিচিত, তার সাথে নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছেন ইরিনা। সদ্য মু্ক্তি পাওয়া ‘হারকিউলিস’ সিনেমায় ইরিনা অভিনয় করেছেন ‘দ্য রকে’র সাথে৷ মনে করা হচ্ছে, কিছু দিন আগে রোনাল্দো-ইরিনার দুবাই ভ্রমণের পরই সম্পর্কে ফাটল ধরে। কারণ, ওই ট্যুরের শেষে দুজনের মধ্যে বিশাল তর্কাতর্কি হয়। কে এই লুসিয়া? রিয়াল মাদ্রিদ ক্লাব ছেড়ে খুব দূর এগোতে হবে না। রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেলের সঞ্চালিকা। রিয়াল মাদ্রিদে কাসিয়াস ও রামোসের সাংবাদিক প্রেমিকা রয়েছে। লুসিয়া গত সপ্তায় জুরিখে হাজির ছিলেন ব্যালন ডি’ওর অনুষ্ঠানেও৷ তবে রোনাল্দোর বান্ধবী হিসেবে নয়। রিয়াল মাদ্রিদ টিভির অনুষ্ঠানের দায়িত্ব নিয়েই। জুরিখ থেকে মাদ্রিদ ফেরার বিমানে তিনি ছবি তুলেছিলেন রোনাল্দোর সাথে। সেই ছবি লুসিয়া পোস্ট করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে৷ সাথে লেখা, ‘এবার এলো তিন নম্বর! গোল্ডেন বল ২০১৪৷ শুভেচ্ছা!’ ক্লাবের চ্যানেলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের চ্যানেলে খেলা নিয়ে কথা বলা হয়, রোম্যান্স নিয়ে নয়।’