মাথাভাঙ্গা মনিটর: কয়েক দিন আগেই ফুটবলের সুপার এজেন্ট জানিয়েছিলেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ থেকে অবসর নেয়ার পর মার্কিন মুলুকের কোনো ক্লাবেই খেলবেন। সম্ভবত ২০১৮’র পর লা-গ্যালাক্সিতেই যাবেন তিনি। তবে আধুনিক ফুটবলের ঈশ্বর বলছেন, তিনি এখন ব্রাজিলের ফুটবল ঘরানার সাথেই পরিচিত হতে চান। দল বদলের হাওয়ার মাঝেই নতুন হাওয়া নিয়ে আসলেন রোনাল্ডো। এক সাক্ষাৎকারে সিআর সেভেন বললেন, ‘কোরিন্থিয়ান্স আর ফ্ল্যামেঙ্গো। ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় দুটি ক্লাব। আমি আনন্দের সাথে এ দু ক্লাবের জার্সি গায়ে চাপাতে পারি। ওখানে আমার অনেক বন্ধু রয়েছে। ওই দেশের সাথে আমার সম্পর্কও দারুণ। রিয়ালে অনেক ব্রাজিলিয়ানকে পেয়েছি। তাদের মধ্যে কাকাকেই আমি সবচেয়ে বেশি সম্মান করি। তাই ব্রাজিল বরাবরই আমার পছন্দের জায়গা। লিওনেল মেসির থেকে মাত্র একটা কম ব্যালন ডি’অর রয়েছে রোনাল্ডোর। মেসির চার, রোনাল্ডোর তিন। মেসিকেই তিনি ছুঁতে চান বলে আগেই জানিয়েছেন৷ তবে মেসি তার প্রতিদ্বন্দ্বী নয়। রোনাল্ডোর মোটিভেশন মেসি। মেসির সাথে লড়াই করে মোটিভেট হই। কারণ ভালো কারোর সাথে লড়াই করেই এগিয়ে যাওয়া যায়। সেঅর্থে মেসিই আমার মোটিভেশন। এটা আমাদের দুজনের জন্যই ভালো। ওর চারটি ব্যালন রয়েছে। আমার আছে তিনটে। আন্তর্জাতিক ফুটবলের প্রতিযোগিতামূলক পরিবেশের জন্যই সেটা সম্ভব।