দামুড়হুদার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টে লুবান স্টার ৩য়

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার চিৎলা-গোবিন্দহুদা ফুটবল টুর্নামেন্টের ৩য় স্থান নির্ধারণী ম্যাচে লুবান স্টার টাইব্রেকারে ৪-২ গোলে ঈশ্বরচন্দ্রপুর একাদশকে পরাজিত করে ৩য় হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় স্থানীয় ঈদগা মাঠে খেলায় কুতুবপুর লুবান স্টার ঈশ্বরচন্দ্রপুর একাদশের মুখোমুখি হয়। খেলার ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয়। খেলার নিয়ম অনুযায়ী ফলাফলের জন্য টাইব্রেকারে গড়ায়। লুবান স্টার ৪-২ গোলে ঈশ্বরচন্দ্রপুর একাদশকে পরাজিত করে ৩য় স্থান অধিকার করে। খেলাটি পরিচালনা করেন খোকন, ইউসুফ ও তিতুয়ার। ধারাভাষ্যে ছিলেন শামিম খান ও হাতেম আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন লুৎফুর, মহাসিন, রিংকু, হাশেম, রাশেদ, ডাবলু, শাহজাহান।