ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহের সদর উপজেলার ডাকাবাংলা নারায়ণপুর ত্রিমোহনীর একটি চালের মিলে গত মঙ্গলবার গভীররাতে ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা গেছে, মিলমালিক আব্দুর রহমান কামালের বাছাই অটোরাইচ মিলে এই ডাকাতি সংঘটিত হয়েছে। কামাল জানান, তার মিলে ব্যাপারীদের চাল ছিলো। তার মধ্য থেকে ১৯২ বস্তা চাল ডাকাতদল গোডাউনের তালা কেটে সুমন নামের এক ট্রাক হেলপারকে বেঁধে রেখে নিয়ে যায়। যার মূল্য ৪ লাখ টাকা। এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল লতিফ জানান, ডাকাতির কথা শোনার পর আমি সকল চেকপোস্টে খবর দিয়েছি।