চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া শিক্ষকদের কমিটি গঠিত

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া শিক্ষকদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টায় জেলা সদরের আলোকদিয়া রোমেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে আলোচনাসভা শেষে ওই কমিটি গঠন সম্পন্ন হয়। সভায় ফজলুল হক লোটনকে সভাপতি ও আকবর আলীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। আগামী ফেব্রুয়ারি মাসে ৪ উপজেলা কমিটির সমন্বয়ে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত জেলা কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

Leave a comment