স্টাফ রিপোর্টার: আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে শীতের আসল রূপ ফুটে উঠতে শুরু করেছে। রাতে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনে ঝলমলে রোদ কখনো সহনীয় কখনো অসহনীয় হয়ে উঠলেও চলমান শৈত্যপ্রবাহের কারণে গরম পোশাকের বিকল্প থাকছে না। এ পরিস্থিতি আরো কয়েকদিন স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের তরফে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। অপরদিকে গ্রামবাংলার ঘরে ঘরে শীতের শেষভাগে কুমড়ো-কলাইর বড়ি দেয়ার ফের তোড়জোড় শুরু হয়েছে।
গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সৈয়দপুরের তাপমাত্রা দিনাজপুরের চেয়ে দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি ছিলো। চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিম্ন ৮ দশমিক ২ ও সর্বোচ্চ ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে গতকাল বুধবার চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র, পদ্মবিলা, তিতুদহ, মোমিনপুর ও কুতুবপুর ইউনিয়নের গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেলা ১১টার দিকে ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিটের নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, হুমায়ূন কবীর মালিক, ফেরদৌসওয়ারা সুন্না, উপপরিচালক হায়দার আলী, যুব প্রধান ওবাইদুল ইসলাম তুহিন, সদস্য জান্নাতুল নাঈমা, শারমিন সুলতানা স্বপ্না প্রমখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংক দর্শনা শাখার আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্যাংক চত্বরে এ শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, দারিদ্র ও ক্ষুধামুক্ত সমাজ গঠন করতে হলে বিত্তবানদের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। এগিয়ে দিতে হবে সহযোগিতার হাত। তাই আর্তমানবতার সেবাই সকলকে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। উপস্থিত ছিলেন- দর্শনা শাখার ম্যানেজার আ. গাফফার, দর্শনা প্রেসক্লাব সভাপতি হানিফ মণ্ডল, আ.লীগ নেতা মুন্সি সিরাজুল ইসলাম, ফরিদ আহম্মেদ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, সূর্যের মুখ দেখা গেলেও লু হাওয়ার কারণে শীতের তীব্রতা এতোটুকু কমেনি। তীব্র শীতের মধ্যে গতকাল বুধবার ভোরে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে এ উপজেলায় আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হচ্ছে- উপজেলার কয়া গ্রামের তেঁতুল মণ্ডল (৬৫) ও বাঁকা গ্রামের নবীছদ্দিন বিশ্বাস (৭১)। তীব্র ঠাণ্ডার মধ্যে এরা কোল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যায় বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে।
জীবননগরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সেফ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের হাসিনা প্লাজায় অবস্থিত সেফ ফাউন্ডেশন কার্যালয়ে এলাকার অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে ১৫ পিস কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডা. এমএ হান্নান উর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সেফ ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রশিদ। উপস্থিত ছিলেন উপজেলা সেফ ফাউন্ডেশনের সম্পাদক মাসুম কবির ও সহসম্পাদক আব্দুর রশিদ মাস্টার প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুরের গাংনী উপজেলার দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সোনালী ব্যাংক। গতকাল বুধবার দুপুরে গাংনী বাজার কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আমীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক গাংনী বাজার শাখার ম্যানেজার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ শাখা ব্যবস্থাপক রমজান আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলফাজ উদ্দীন, আব্দুস সাত্তার ও হাফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।