চুয়াডাঙ্গায় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি এবং চিকিৎসা ভাতা প্রদান

স্টাফ রিপোর্টার: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দেড়শ মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি এবং চিকিৎসাভাতা তুলে দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ তুলে দেন। আরও ১শ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সমাজসেবার ভারপ্রাপ্ত উপপরিচালক আতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল সামী উপস্থিত ছিলেন।

জেলা সমাজসেবা অধিদফতরের ভারপ্রাপ্ত উপপরিচালক আতিয়ার রহমান জানান, সারা জেলা থেকে মেধাবী ছাত্র-ছাত্রী বাছাই করার পর এ অনুদান দেয়া হলো। যার পরিমাণ ১ লাখ ৪৩ হাজার টাকা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, শিক্ষার্থীদের মাঝে যে টাকা অনুদান হিসেবে দেয়া হলো তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার জন্য নানাবিধ কল্যাণমুখি পদক্ষেপ গ্রহণ করেছে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।