গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার বিকেলে উপজেলা যুবলীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পৌর যুবলীগের সভাপতি আশরাফ উদ্দীন বাবুর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আল মামুন। উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, জেলা যুবলীগের সাংগঠনিক মাসুম উল হক মিন্টু, সহসভাপতি আল ফারুক, গোলাম সাকলায়েন ছেপু, উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক মজিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান শামীম, উপজেলা সৈনিকলীগের সভাপতি রবিউল ইসলাম, যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ সাগর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালায় ছিলেন যুবলীগ নেতা আমজাদ হোসেন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। কয়েকদিনের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। একটি শক্তিশালী কমিটি গঠনের মধ্যদিয়ে দলীয় কর্মকাণ্ড বাস্তবায়ন ও বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।