গাংনীর শহিদুল ইসলাম মাস্টার আর নেই

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার মটমুড়া গ্রামের হাজি শহীদুল ইসলাম মাস্টার (৭৫) গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন। তিনি কুমারীডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হোগলবাড়িয়া হাজি ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি গাংনী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ৮ সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনসহ নেতৃবৃন্দ। গতকাল বিকেলে দাফনের আগে মরহুমের কফিনে তার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্য থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, ইছার উদ্দিন, আবুল হাশেম বিশ্বাস, আনসার ভিডিপি অফিসার মহিবুল হক, গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মনিরুজ্জামান, মনিরুজ্জামান আতু প্রমুখ।