ভ্রাম্যমাণ প্রতিনিধি: আধুনিক শিক্ষার আলোকে শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে সরকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় বছর দুয়েক আগে কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (বি.এ) মাদরাসায় একটি ল্যাপটপ দেয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ল্যাপটপটি মাদরাসার কম্পিউটার শিক্ষক জহিরুল ইসলাম তার বাড়িতে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। ফলে কম্পিউটার শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে মাদরাসার শিক্ষার্থীরা। কেন, কী কারণে ওই শিক্ষক নিজের বাড়িতে নিয়ে ল্যাপটপটি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন, সে ব্যাপারে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলীকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তবে মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম বিশ্বাস ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে সচেতনমহল।