মাথাভাঙ্গা মনিটর: এক সম্রাটের কীর্তি দেখতে আসবেন আর এক সম্রাট। আর সে কারণেই ঘুম ছুটেছে প্রশাসনের। ১৭ শতকে আগরাতে প্রেমের সৌধ নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাজাহান। প্রায় তিনশো বছর পরে সেই স্মৃতিসৌধ দেখতে আগামী ২৭ জানুয়ারি সপরিবার সেখানে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইতোমধ্যেই আগরা পৌঁছেছেন মার্কিন নিরাপত্তা বাহিনীর ৩০ জন অফিসার। প্রতিদিন তারা তাজমহল চত্বরে গিয়ে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন। যোগাযোগ রাখছেন স্থানীয় পুলিশ-প্রসাসনের সাথে। আগামী ২৫ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের ভারতে এসে পৌঁছনোর কথা। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসবেন তিনি। পরদিন প্রজাতন্ত্র দিবস। এ বারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ওবামা। এরপরে ২৭ তারিখ তার তাজমহল দেখতে যাওয়ার কথা। কিন্তু, তার ঘণ্টাখানেকের সেই সফর ঘিরেই আপাতত উত্তরপ্রদেশ প্রশাসনের টিকি সিধা হয়ে গিয়েছে।