মাথাভাঙ্গা মনিটর: উইন্ডোজ ৭’র সাফল্যের পর চরমভাবে মুখ থুবড়ে পরেছিলো অপারেটিং সিস্টেমটির পরবর্তী সংস্করণ উইন্ডোজ ৮। স্টার্ট মেনু ও ব্যবহারবান্ধব ইন্টারফেস না থাকায় চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিলো মাইক্রোসফটকে। সেখান থেকে বেরিয়ে আসতে গত বছর ১৪ সেপ্টেম্বর উইন্ডোজের ভবিষ্যত সংস্করণ ১০ এর টেকনিক্যাল প্রিভিউ উন্মুক্ত করেছিলো মাইক্রোসফট। সেখান থেকে যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার উইন্ডোজ-১০ এর কনজিউমার প্রিভিউ উন্মুক্ত করতে যাচ্ছে এই টেক জায়ান্ট। আজ বৃহস্পতিবারের অনুষ্ঠানে অপারেটিং সিস্টেমটি ঠিক কেমন হতে যাচ্ছে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আসতে পারে বলে মনে করা হচ্ছে তা হলো, মোবাইল, ট্যাবলেট ও পিসি প্ল্যাটফর্মকে একীভূত করে একটি সর্বজনীন অ্যাপ মার্কেট। এছাড়াও মাইক্রোসফটের মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ উইন্ডোজ-১০ এর সাথেও পরিচয় করিয়ে দেয়া হবে বলে খবরে জানিয়েছে প্রযুক্তি পণ্য সাইটগুলো। এর আগে মাইক্রোসফট জানিয়েছিলো বিদ্যমান মোবাইল অপারেটিং সিস্টেমটির পরবর্তী সংস্করণটি এমনভাবে বানানো হবে যেন পিসি ও ট্যাবলেটের জন্য বানানো অ্যাপগুলো ফোনেও চলতে পারে।