স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার প্যানেল মেয়র ৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার বাদী মান্দারতলা গ্রামের এক গৃহবধূর (৩২) ঘরে গত রোববার রাতে পার্শ্ববর্তী বাড়ির জবেদ আলীর ছেলে কাউন্সিলর সাইফুল ইসলাম প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে। ধর্ষিতার চিৎকারে স্বামী এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায় বলে জানায়।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ এরশাদুল কবীর চৌধূরী জানান, গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে মামলাটি গ্রহণ করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় অফিসার ইনচার্জ নিজেই মামলাটি তদন্তভার গ্রহণ করেছেন বলে জানান।
এদিকে মামলার বাদী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তি সামাজিকভাবে প্রভাবশালী হওয়ায় তার নামে মামলা দায়েরের কারণে তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে। মামলার বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, সামাজিকভাবে হেয় প্রতিপন্নের মাধ্যমে সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি দাবি করেন।