ভয়াবহ দুঃশাসন চালাচ্ছে সরকার : রিজভী

স্টাফ রিপোর্টার: নীলনকশার মাধ্যমে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে বর্তমান অবৈধ সরকার দেশে যে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে। তা অতীতের সকল স্বৈরাচারী দুঃশাসনের রেকর্ড ম্লান করে দিয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। বিএনপির সহদফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে রিজভী বলেন, সোমবার ঢাকা মহানগর খিলগাঁও থানা বিএনপি নেতা দীপু সরকারকে এবং গতকাল বিকেলে যুবদল ওয়ার্ড সেক্রেটারি নুরুজ্জামান জনি ও মাইনুদ্দিনকে জেলগেট থেকে শাদা পোশাকধারীরা ধরে নিয়ে যায়। মঙ্গলবার ঢাকা মেডিকেলে জনির গুলিবিদ্ধ লাশ আবিষ্কৃত হলেও এখনো পর্যন্ত দীপু সরকার ও মাইনুদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। পাশাপাশি অবরোধ কর্মসূচি চলাকালে বরাবরের মতো আজকেও সারাদেশে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালায় এবং নেতাকর্মীদের গ্রেফতার করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরাও নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালায়। এ ধরনের ন্যক্কারজনক ও অমানবিক দুষ্কর্ম সংঘটনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী।