দামুড়হুদার বিষ্ণুপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় ওসি কামরুজ্জামান

দামুড়হুদা/নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ক্যাম্প বাস্তবায়ন কমিটির সভাপতি মাহাতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, ক্যাম্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সদস্য আব্দুল মান্নান, হাজি কুতুব উদ্দীন, হাজি আক্কাস আলী, ইউপি সদস্য খোকন, আব্দুল গফুর, মজিবুল হক, মনির উদ্দীন, গোলাম সরোয়ার নান্নু, ইব্রাহিমপুর ক্যাম্প ইনচার্জ এএসআই লুৎফর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দামুড়হুদা থানা এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি এ জনপদে কোনো সন্ত্রাস রাখবো না। যুগের পরিবর্তন এসেছে। অপরাধী যতোই চালাক হোক না কেন তাদের দ্রুত মোবাইল ট্রাকিং করে গ্রেফতার করছে পুলিশ। যদি কোনো অপরাধী ভালো হওয়ার অঙ্গীকার করে তবে পুলিশ তাকে সুযোগ দেবে। পুলিশ জনগনের বন্ধু তাই পুলিশের কাজে সহায়তা করুন। আর আপনারা যদি স্থায়ী ক্যাম্পের বাকি কাজ সম্পূর্ণ করার জন্য এগিয়ে আসেন তাহলে আগামী ১ মাসের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, এ ইউনিয়নের বিষ্ণপুর, ইব্রাহিমপুর, গোপালপুর, কলাবাড়ি, রামনগর, দলিয়ারপুর ও মজলিশপুর এলাকায় এক সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ভয়ঙ্কর রূপ ধারন করেছিলো। এ ইউনিয়নেই সেভেন মার্ডার হয়েছে। এলাকার মানুষের নিরাপত্তার স্বার্থে ইব্রাহিমপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছিলো। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানে অসুবিধা হতো। শিক্ষার্থীদের সমস্যার কথা ভেবে এলাকাবাসী স্থায়ী ক্যাম্পের জন্য চাঁদা তুলে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। ক্যাম্পের কাজ ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। বাকি কাজ সম্পন্ন করার জন্য এলাকার সকলকে আর একটু এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যাম্প বাস্তবায়ন কমিটির প্রচার সম্পাদক ইদ্রিস আলী।

Leave a comment