খবর : (জানুয়ারি থেকেই দাম বাড়ছে বিদ্যুতের)
সব জিনিসের দাম বেড়ে যায়
গরিব শুধু মরে,
নুন আনতেই পানতা সাবাড়
কার কী আছে ঘরে।
ঘুষের টাকা যার তবিলে
তার কি আছে চিন্তা,
ব্যাংকে টাকা ঘরে টাকা
ধিনাক পিনাক ধিনতা।
মিনিস্টারের মুখে হাসি
যেই না বাড়ে দাম,
যায় সংসার রসাতলে
আমার ছোটে ঘাম।
-আহাদ আলী মোল্লা