স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক দেশে ফিরছেন। তার আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ৭নং ওয়ার্ড ছাত্রলীগ গতকাল মঙ্গলবার এক প্রস্তুতিসভার আয়োজন করে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক তানিম হাসান তারেক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জেলা ছাত্রলীগের সদস্য খালিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেলে। বিশেষ অতিথি ছিলেন স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন টোকন, রনি, সিমু, কাদের, রানা, টিটন, শরিফ, রোকন, সাহেব, আলিম প্রমুখ। বক্তারা বলেন, ছাত্র সমাজের নয়নমনী বাংলাদেশ আওয়ামী লীগের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুযোগ্য ভাতিজা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ছাত্র সমাজের গর্ব। তার আগমনে তাকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগসহ প্রতিটি ইউনিট ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হবে সংগ্রামী সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা।