মাথাভাঙ্গা মনিটর: ক’দি বাদের দিল্লির বিধানসভার নির্বাচন। নির্বাচনের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় কেজরিওয়াল বনাম কিরণ বেদীর নির্বাচন যুদ্ধ। সদ্য বিজেপিতে যোগ দেয়া কিরণ দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি। আর দিল্লির মসনদ পুনরায় দখলের জন্য লড়বেন আন্না হাজরেরই আরেক সহযোগী দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের সাথে। বিজেপি প্রধান অমিত শাহ সোমবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বৈঠক শেষে কিরণের নাম ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠকে উপস্থিত ছিলেন। ৬৫ বছর বয়সী কিরণ গত সপ্তায় রাজনীতিতে যোগ দেন। তিনি বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কৃষ্ণনগর আসন থেকে লড়বেন। এদিকে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে কিরণ বেদীর নাম ঘোষণার পর দেশটির রাজনীতিবিদরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এএপি নেতা সোমনাথ ভারতী বলেছেন, কিরণ বেদীকে অকারণে বলির পাঁঠা করা হয়েছে। এখন বিজেপি হারলেও মোদির কোনো দোষ থাকবে না। অন্যদিকে, কিরণকে প্রার্থী করা নিয়ে বিজেপির মধ্যে কোন্দলের খবর শোনা গেলেও তা অস্বীকার করেছেন অমিত শাহ। দলের সবার সম্মতি নিয়েই কিরণকে প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।