স্টাফ রিপোর্টার: হরতাল-অবরোধ বন্ধে বিএনপি-জামায়াতের সাথে আলোচনা না করে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল মঙ্গলবার সকালে হরতাল-অবরোধসহ চলমান সকল নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত আলোচনা সভায় ক্ষমতাসীন দলটির নেতারা এ ঘোষণা দেন। ঠিকানায় ৭১ বাংলাদেশ নামে একটি সংগঠন এ আলোচনাসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুসহ সংগঠনটির নেতারা অংশগ্রহণ করেন। হাছান মাহমুদ বলেন, আজ চারিদিকে মানুষ আর্তনাদ করছে। তাদের আহাজারিতে দেশের বাতাস ভারী হয়ে গেছে। আর এতে খালেদা জিয়া আনন্দিত-পুলকিত হচ্ছেন। তিনি বলেন, খালেদা জিয়া দিনের পর দিন অবরোধ-হরতাল দিয়ে সাধারণ মানুষকে বোমা ও পেট্রোলবোমা মেরে হত্যা করছে। এ পর্যন্ত ৪০ জনকে তারা হত্যা করেছেন। আওয়ামী লীগের এ নেতা বলেন, নারী-শিশুসহ মানুষের গায়ে পেট্রোলবোমা নিক্ষেপ করে হত্যার নজির বিশ্বের আর কোনো দেশে নেই। খালেদা জিয়া সোমবার অবরোধ অব্যাহতের যে ঘোষণা দিয়েছেন তা মূলত হত্যাকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা। বেগম খালেদা জিয়া দেশনেত্রী নয়, পেট্রোলবোমা নেত্রী।