হেরে গেলো সাকিবের দল মেলবোর্ন

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ২২ রানে হেরে গেলো সাকিবের দল মেলবোর্ন রেনেগেডস। গতকাল সোমবার মেলবোর্ন রেনেগেডেসের হোম গ্রাউন্ড ডকল্যান্ডসের ইত্তিহার মাঠে নিজেদের শেষ ম্যাচে হেরেই বিদায় নিলো তারা। ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে কোনো উইকেট পায়নি অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৬ বলে ১টি করে ছক্কা ও চারে ব্যক্তিগত ২২ রান করেন সাকিব। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান তুলে নেন অ্যাডিলেড। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ট্রাভিস হেড। এছাড়া ও কেলভিন স্মিথ অপরাজিত থেকে ৪১ রান এবং জোহান বোথা ৩২ রান করেছেন। মেলর্বোনের হয়ে একটি উইকেট পান জেমস প্যাটিনসন।

১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলতে সক্ষম হয় রেনেগেডস। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন বেন স্টোকস। এছাড়াও ম্যাথু ওয়াডে ২২ রান করেছেন। অ্যাডিলেডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন অ্যাডাম জাম্পা।

Leave a comment