মেহেরপুর সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান

মেহেরপুর অফিস: মেহেরপুরের প্রতিবন্ধীদের জন্য একমাত্র বিদ্যালয় সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি কিছু মানুষের স্বেচ্ছাশ্রমে এবং আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়। তারা ২০১০ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন শৈশবের আড্ডার পক্ষ থেকে ডিজিটাল সাউন্ড সিস্টেম উপহার দেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপালী খাতুন ও শিক্ষার্থী মুরাদ আলীর হাতে ডিজিটাল সাউন্ড সিস্টেম তুলে দেন তারা। এ সময় শৈশবের আড্ডার সদস্য সাইফ মাসুম, আশিক, তানভিরুল ইসলাম, আসিফ, দিপু, নাইম, নাহিদ, আন্নী, মিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রতিবন্ধীদের দিকে দৃষ্টি দিতে তারা সকল সচেতন মানুষের প্রতি আহ্বান জানান। এর আগে গত ৭ জানুয়ারি প্রতিবন্ধীদের বিদ্যালয়ে দিনব্যাপি ক্রীড়া-বিনোদন শেষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।