মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিহারে তিন মুসলমানকে জীবন্ত পুড়িয়ে মারার অবিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় মুজাফফরপুর জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। কিছু ব্যক্তি মুজাফফরপুরের বাহিওয়ারা গ্রামে হামলা চালিয়ে প্রায় ২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ হামলায় তিনজন জীবন্ত পুড়ে মারা গেছে। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছুদিন আগে, নিম্নবর্ণের এক যুবক মুসলিম মেয়ের সাথে পালিয়ে যায়। রোববার সকালে পাশ্ববর্তী গ্রাম থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, এর জেরেই মেয়েটির গ্রামে হামলা চালিয়ে ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। বিহার পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল গুপ্তেশ্বর পান্ডে জানিয়েছেন, এলাকায় উত্তেজনা থাকলেও এখন তা নিয়ন্ত্রণে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের পরিবারদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে বিহার সরকার।