স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবহিত করার লক্ষ্যে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল বেলা ২টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা সকলে অবহিত আছেন যে, দেশের যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতিতে বিজিবি কর্তব্য জনগনের পাশে দাঁড়ানোর এবং জনগনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ইতোমধ্যে দৃঢ়ভাবে প্রমাণিত, যার উদাহরণ আপনারা বিগত ২০১৩ ও ২০১৪ সালে দেখেছেন। যেকোনো এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনের আহ্বানে পুলিশ এবং বেসামরিক প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্যে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যেকোনো ধরনের নাশকতার চেষ্টা প্রতিহত করাসহ গাড়ি চলাচলে নিরাপত্তা প্রদান, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, সার ইত্যাদি সরবরাহের সহায়তা করতে সদা প্রস্তুত আছি এবং দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকা ঝিনাইদহ জেলার যেকোনো স্থানে নাশকতারোধে প্রয়োজনীয় জনবল, সরঞ্জামাদি ও প্রশিক্ষণ আমাদের রয়েছে। এছাড়াও রয়েছে বিগত দিনগুলোর অভিজ্ঞতা। আমরা শুধু চাই সকল সাংবাদিকসহ ঝিনাইদহের সকল স্তরের শান্তিকামী জনগনের আকুণ্ঠ সমর্থন। পরিশেষে আমি আপনাদের মাধ্যমে ঝিনাইদহ জেলার সকল জনগনকে আবারো আশ্বস্ত করতে চাই যে, বিজিবি আপনাদের বন্ধু, মহান স্বাধীনতা যুদ্ধের প্রথমদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দেশের জন্য এবং জনগনের জন্য একশত ভাগ কাজ করার চেষ্টা করে এসেছি। ভবিষ্যতেও এর কোনো ব্যত্যয় ঘটবে না। এ সময় পরিচালক মনিরুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।