স্টাফ রিপোর্টার: গতকাল সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সরকারের গত এক বছরের সাফল্য তুলে ধরে ভাষণ দিয়েছেন। অধিবেশনের শুরুতেই দশম সংসদের পঞ্চম এ অধিবেশনের জন্য প্যানেল সভাপতি ঘোষণা করেন স্পিকার। এরপর দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিকদের নামে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। দশম জাতীয় সংসদের এ পঞ্চম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সাংবিধানিক রীতি অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দিয়ে থাকেন। পঞ্চম অধিবেশনের পরবর্তী কার্য দিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা চলবে। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ যোগদান করেন।