চুয়াডাঙ্গা ও জীবননগরে শীতজনিত রোগে শিশুসহ দুজনের মৃত্যু

আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীতবস্ত্র বিতরণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপ কিছুটা কমেছে, বেড়েছে সর্বোচ্চ তাপাও। চুয়াডাঙ্গা মেহেরপুরসহ পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এরকমই বলা হয়েছে। এদিকে শীতে ও শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক শিশু ও জীবননগরের একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে প্রাপ্ত খবরে জানা গেছে।

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরর্দীতে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা গতপরশু রাত তিনটায় রেকর্ড হয় বলে সূত্র জানিয়েছে। এর একদিন আগে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা যেমন কিছুটা কমেছে, তেমনই সর্বোচ্চ তাপও কিছুটা বেড়েছে। কেন? আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন, গতকাল দুপুরের পর চুয়াডাঙ্গায় সূর্যের দেখা মেলে। রোদ অতোটা ঝলমলে না হলেও তাপমাত্রা বেড়ে কিছুটা স্বস্তি দিতে সহায়ক হয়েছে তাপের মহারাজ সূর্যই। দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিকে আবহাওয়ার পূর্বাভাবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তত। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত্ম সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়। দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানসহ ইউপি সদস্যদের জন্য দু হাত তুলে দোয়া করেন অনেকে। তীব্র শীতের মাঝে একটি করে কম্বল হাতে পেয়ে দুস্থ নারী-পুরুষের মুখোবায়বে ফুটে ওঠে স্বস্তির ছাপ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারি দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন, প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি চ্যানেল আই প্রতিনিধি রাজীব হাসান কচি উপস্থিত ছিলেন। এছাড়াও ইউপি সদস্য জুলেখা খাতুন, মিতা খাতুন, ফাতেমা খাতুন, রজব আলী, ইনতাজুল হক, হোসেন আলী, মাসুদ রানা, রবিউল হক, শফউল ইসলাম, এমদাদুল হক টুকু ছাড়াও মহাসিন রেজা, আমির হোসেনসহ ইউপি সচিব আলমীর হোসেন প্রমুখ উপস্থিত থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

ইবনে সিনা ওষুধ কোম্পানির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা হাসপাতাল রোডস্থ রাজধানী ক্লিনিক থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মার্টিন হিরক চৌধুরী, ডা. বেলাল হোসেন, ডা. হারুন অর রশীদ পলাশ, ইবনে সিনা কোম্পানির কামাল হোসেন, ম্যানেজার মজিবর রহমান প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের দারুস সালাম ক্লিনিকের সামনে অসহায় দুস্থের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের সময় মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, ডা. আব্দুস সালাম, ইবনেসিনার কুষ্টিয়া জোনাল ম্যানেজার কামাল হোসেন, যশোর ডিপো ম্যানেজার কামরুজ্জামান, মেহেরপুর এরিয়া ম্যানেজার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a comment