গাংনী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের হেদু মিয়ার স্পিলিন্ডার মোটরসাইকেলটি ছিনতাই হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর থেকে বাড়ি ফেরার সময় গাংনীর ধলা সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, হেদু মিয়া তার ব্যবহৃত একটি হিরোহোন্ডা স্পিলিন্ডার মোটরসাইকেলযোগে (যার নং মেহেরপুর-হ ১১-২২৮০) বাড়ি ফিরছিলেন। গ্রামের অদুরে ধলা মাঠের মধ্যে পৌঁছুলে ছিনতাইকারীরা তাকে অস্ত্রের মুখে গতিরোধ করে। হেদু মিয়া মোটরসাইকেল থামালে ছিনতাইকারীরা তাকে মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এদিকে খবর পেয়ে সদর থানা ও গাংনীর ধলা ক্যাম্পের পুলিশ সদস্যরা মোটরসাইকেলের সন্ধানে বিভিন্ন সড়কে অভিযান চালায়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত মোটরসাইকেল উদ্ধার কিংবা ছিনতাইকারীদের কেউ আটক হয়নি। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব।