স্টাফ রিপোর্টার: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের ১৪তম দিন গতকাল সোমবারও কয়েক স্থানে সংষর্ষ, পেট্রোলবোমা হামলা ও যানবাহনে আগুন-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত রোববার রাতে রাজশাহীর চারঘাটে একটি বরযাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীতে একটি ব্যাংকের গাড়ি পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে নাশকতাকারীরা। অন্যদিকে চাঁদপুরের ফরিদগঞ্জে একটি অ্যাম্বুল্যান্স ভাঙচুর করে পিকেটাররা। ময়মনসিংহের ত্রিশালে উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে অবরোধকারীরা। জয়পুরহাটের কালাই উপজেলায় হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে আট জেলায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসসহ ৩৫টি গাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় ২৫ জন আহত হয়েছে। গত রোববার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ৭০ জনকে আটক করেছে পুলিশ।
গত রোববার রাতে রাজশাহীর চারঘাটে একটি বরযাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় চালক আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে নারীসহ পাঁচজন আহত হয়। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী থেকে বরযাত্রীবাহী একটি বাস রাজশাহীর তানোরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে রাত পৌনে ১০টার দিকে চারঘাট-বাঘা সড়কের রাওথা এলাকার নুরুর বটতলায় পৌঁছুলে রাস্তার পাশের একটি আমবাগান থেকে বাস লক্ষ্য করে পেট্রোলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। বোমাটি বাসের বডিতে লেগে রাস্তার ওপর জ্বলতে থাকে। এ সময় বাসের ভেতর থেকে বরযাত্রীরা তাড়াহুড়ো করে নামতে গিয়ে নারীসহ পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এদিকে রাজধানীর তেজগাঁও, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। গতকাল দুপুর দেড়টার দিকে মতিঝিলে মধুমিতা হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা। এটি বাংলাদেশ ব্যাংকের স্টাফ আনা-নেয়ার কাজে ব্যবহৃত হচ্ছিলো। ঘটনার সময় বাসটিতে কেউ ছিলো না। রাত ৮টা ২০ মিনিটে শাহবাগে একটি যাত্রীবাহী বাসের মধ্যে ককটেল ছুড়ে মারে দুষ্কৃতকারীরা। ইউনাইটেড পরিবহনের বাসটি সদরঘাট থেকে মিরপুরের দিকে যাচ্ছিলো। যাত্রীরা নিরাপদে বাস থেকে নামতে পারলেও ককটেল বিস্ফোরণে চালক রাশিদুল ইসলাম রাসেল (২৫) আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া পুরান ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি মিরপুর, ধানমণ্ডি, রমনা, মতিঝিল ও উত্তরা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিকশাচালক, শিশুসহ কমপক্ষে ১০ পথচারী আহত হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়।
চাঁদপুরের ফরিদগঞ্জের বড়ালী এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিং করার সময় লক্ষ্মীপুর থেকে চাঁদপুরগামী একটি অ্যাম্বুল্যান্স ভাঙচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে হরতাল সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলের মূল ফটকের সামনের সড়কে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। উল্লেখ্য, ডিসি হিলের ওপর চট্টগ্রামের জেলা প্রশাসকের সরকারি বাংলো।
মেহেরপুর অফিস জানিয়েছে, ২০ দলের ডাকা অবরোধ সফল করতে মেহেরপুরে¡ বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট। গতকাল সোমবার সকাল ৮টার দিকে শহরের কাথুলী বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়ে বড়বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাবেক এমপি মাসুদ অরুন। এ সময় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহিমসহ বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।