জিয়াউর রহমানের আজ ৭৯তম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৭৯তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। বিগত সময়ে দিবসটি পালনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে চলমান অবরোধ কর্মসূচির কারণে সীমিত পরিসরে পালিত হবে দিবসটি। এ উপলক্ষে আজ সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশান কার্যালয়ে অবরুদ্ধ থাকায় সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করবেন। রোববার দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে সব পর্যায়ের নেতাকর্মীদের বেলা ১১টায় মাজারে উপস্থিত হওয়ার অনুরোধ জানান। এদিকে চুয়াডাঙ্গা বিএনপি কোনো কর্মসূচি হাতে নিয়েছে কি না তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।