গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার পক্ষ থেকে চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নিকট চুয়াডাঙ্গা শহরের জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে স্মারকলিপি পেশ করা হয়। পৌর মেয়র অত্যন্ত আন্তরিকতার সাথে স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মারকলিপি পড়ে সমস্যা সম্পর্কে অবহিত হয়ে লোকমোর্চার কাজের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। জনগুরুত্বপূর্ণ দাবির মধ্যে ছিলো- চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডটি দ্রুত মেরামত, অটো রিকসাচালকদের প্রশিক্ষণ দেয়া, জেলা শহরের ড্রেনগুলো নিয়মিত সংস্কার করা, হাসপাতাল সংলগ্ন ঠিকানা হাউজ থেকে পলাশপাড়া খানমহল পর্যন্ত ড্রেনের সাথে মূল ড্রেনের সংযোগ করা, রাস্তা থেকে ড্রেন উঁচু হওয়াতে রাস্তা সঙ্কুচিত হয়ে গেছে সেজন্য রাস্তা সংস্কার করা, আলমদিনা ইসলামী একাডেমী থেকে কেদারগঞ্জ সালাম স্টোর পর্যন্ত ড্রেনটি সংস্কার করা, নিউ মার্কেটের পানি ব্যবস্থাপনা খুবই নাজুক একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় সেজন্য জলোবদ্ধতা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, সম্পাদক পারভীন লাইলা মালিক, শাহানা ইউসুফ কেয়া, জাফরুল হক, আশরাফ বিশ্বাস মিল্টুসহ লোকমোর্চার সদস্যবৃন্দ এবং রিসোর পিও সাধন কুমার কর। প্রেসবিজ্ঞপ্তি।