চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ

 

স্টাফ রিপোর্টার: গতরাত দেড়টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি মাঠ নামকস্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গাছ ফেলে বেরিকেডে নৈশকোচ পূর্বাশা আটকানোর চেষ্টা করলেও অল্পের জন্য ডাকাতদল ব্যর্থ হয়। পূর্বাশা পরিবহন ঘটনাস্থল অতিক্রমের কিছুক্ষণ পরই সেখানে পৌঁছায় চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গামুখি পুলিশ পিকআপ। পুলিশ পিকআপ বেরিকেডে পড়লেও অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা সটকে পড়ে। পুলিশ বলেছে, ঘন কুয়াশার কারণে দুর্বৃত্তদের পিছু নেয়া সম্ভব হয়নি। সাথে সাথে সড়কের ওপর থেকে গাছ অপসারণ করা হয়েছে। সড়কে গতরাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।