চুয়াডাঙ্গায় চোলাই মদ রাখার অপরাধে এক ব্যক্তির জেল-জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চোলাই মদ রাখার দায়ে শহিদুল (৫০) নামে এক ব্যক্তিকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় আসামির উপস্থিতিতেই চুয়াডাঙ্গার যুগ্মজেলা ও দায়রা জজ (২) আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত শহিদুলের বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত কাদের আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের শহিদুলের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক অভিযান চালায়। এ সময় শহিদুলের বাড়ি ঘেরাও করে খাটের নিচ থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ২০০৯ সালের ১১ মে মামলার একমাত্র আসামি শহিদুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামির বিরুদ্ধে উল্লেখিত সাজার আদেশ দেন।

Leave a comment