জাতীয় শিক্ষা সপ্তাহ উদাপনে নানা কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: শুরু হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ। আজ সোমবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিল্পকলা চত্বরে শুরু হচ্ছে মিনা শিক্ষা মেলা। গতকাল আলমডাঙ্গা, মেহেরপুরের গাংনী ও মুজিবনগরে শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৫ উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে মেলা মিনা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পুরোনো হলরুম চত্বরে আলোচনাসভা ও মিনা মেলা প্রদর্শন করা হয়। পরে ২০১৪ প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলমডাঙ্গা উপজেলা উপজেলা শিক্ষা অফিসার আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, উপজেলা যুবলীগের আহ্বায়ক শিক্ষা কমিটির সদস্য আহসান উল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আশরাফুল আলম হোসেন। সহকারী শিক্ষা অফিসার নুরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার বানু, শাহাজান রেজা, মোল্লা ফেরদৌস উল রিজভী। কোরআন তেলাওয়াত করেন নতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মিনা মেলায় ক্লাস্টার ভাগ করে ৬টি স্টল নির্মাণ করা হয়। এগুলো হলো- মুন্সিগঞ্জ ক্লাস্টার, আলমডাঙ্গা ক্লাস্টার, ভাংবাড়িয়া ক্লাস্টার, হারদী ক্লাস্টার, ঘোলদাড়ি ক্লাস্টার ও জামজামি ক্লাস্টার। এসব স্টলে বিভিন্ন ফল, খাদ্য, পিঠাপুলিসহ নানা সামগ্রী প্রদর্শন করা হয়।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেহেরপুর গাংনী উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শিক্ষক ৱ্যালি ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ৱ্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ ও শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ৱ্যালি, শিক্ষক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ৱ্যালিটি শুরু হয়ে মুজিবনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে মডেল প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে আয়োজিত শিক্ষা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আপিল উদ্দীন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। শেষে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।