টিপ্পনী

খবর:(চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বদড়গঞ্জ মাঠের রাস্তায় গাছ ফেলে গণডাকাতি)

 

আমরা ঘুমাই পুলিশ ঘুমায়

ডাকাত ঘোরে রাস্তায়,

গভীর রাতে কাটা পড়ে

সড়কগুলোর গাছ তাই।

 

পুলিশ ছোটে টাকার পিছে

ক্ষমতাসীন কাকার পিছে

ভাবের বেলায় খুব,

সন্ধ্যারাতেই পোশাক খুলে

ঘরের ভেতর ডুব।

 

পুলিশ নাকি জেগেই থাকে

খুন-খারাবি লেগেই থাকে

হয় লুটপাট রোজ,

কে রাখে তার খোঁজ?

 

-আহাদ আলী মোল্লা