মেহেরপুর অফিস: মেহেরপুর প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার নূরুল আহমেদ নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
৩১ জানুয়ারি নির্বাচনের দিনক্ষণ ধার্য্য করে ঘোষিত তফসিল অনুযায়ী আজ রোববার ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি। আগামীকাল সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২০ জানুয়ারি প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ, ২১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২২ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৩ জানুয়ারি প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৫ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩১ জানুয়ারি নির্বাচন, ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে নির্বাচনী তফসিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রকাশকালে প্রেসক্লাবের আহ্বায়ক মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম, আহ্বায়ক কমিটির সদস্য সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আফতাব আলী, প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, আতিকুর রহমান টিপু, কামারুজ্জামান খান প্রমুখ।