মেহেরপুরে শ্যামলী পরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আটক ১

 

মেহেরপুর অফিস: জাতীয় নির্বাচনের আগে মেহেরপুরে হরতাল চলাকালে শহরের তাহের ক্লিনিকের সামনে শ্যামলী পরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত সন্দেহে বিপুল হোসেনকে (২৫) নামের এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে শহরের ওয়াপদা মোড় থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে সদর উপজেলার আমঝুপি ইউপির চাঁদবিল গ্রামের আব্দুল খালেকের ছেলে বিপুল হোসেনকে আটক করে থানায় নেয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৭ অক্টোবর ১৮ দলের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে মেহেরপুরে শ্যামলী পরিহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতাল সর্মথনকারীরা। সকালে সাড়ে ৬টা দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে মুখোশধারী কয়েকজন হরতাল সমর্থনকারী শ্যামলী পরিবহনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে হরতাল সমর্থনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।