মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝাঁ গ্রামে নিজ ঘরে রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে রুনা (৮) নামের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। নিহত শিশু রুনা ঝাঁঝাঁ গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের মেয়ে। সে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।
নিহত রুনার পিতা আব্দুর রাজ্জাক জানান, দুপুরে নিজ বাড়ির ঘরের ভেতরে বাঁশের সাথে রশি দিয়ে দোলনা তৈরি করে সে একা একা খেলছিলো। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত দোলনা থেকে পড়ে গেলে তার গলায় রশি পেঁচিয়ে যায়। এ সময় সে চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সদর থানার এসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুনা তার নিজ বসতঘরে খেলার সময় ওই দুর্ঘটনা ঘটে। নিহত রুনাকে পুলিশ তার পিতার কাছে হস্তান্তর করেছে। এদিকে শিশু রুনার অকাল মৃত্যুতে সহপাঠী ও গ্রামবাসীর মধ্যে বইছে শোকের মাতম।