বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি : শীতবস্ত্র বিরতণ

 

স্টাফ রিপোর্টার: গতকাল শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কমবেশি হয়েছে। তবে এরপরও তাপমাত্রা তুলনামূলক বেশি ছিলো। কিন্তু আজ রোববার থেকেই তাপমাত্রা কমতে থাকবে। বিশেষ করে ২০ জানুয়ারি থেকে দেশে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে।

আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে এবং ৮ ডিগ্রির মধ্যে থাকে, তবে সেটাকে বলা যায় মৃদু শৈত্যপ্রবাহ। আর তাপমাত্রা ৮ ডিগ্রির নিচে এবং ৬ ডিগ্রির মধ্যে থাকলে সেটা মাঝারি আকারের শৈত্যপ্রবাহ। আবহাওয়া বার্তায় বলেছে, বর্তমানে লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ফেনীতে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ঈশ্বরদীতে ১০ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ছিলো ২২ দশমিক ৬। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো সিতাকুণ্ডুতে ২৯ দশমিক শুন্য ডিগ্রি সেলিয়াস। সামগ্রিকভাবে রাজশাহী ও রংপুর অঞ্চলে শীতের প্রভাব বেশি। বাকি অঞ্চলে কম। এদিকে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ অব্যহত রয়েছে।

চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে গতকাল শনিবার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে ৫শ কম্বল বিতরণ করা হয়েছে। দামুড়হুদায় সকাল ১০টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, বেলা ১২টার দিকে রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু দর্শনায়, বেলা ২টার দিকে সাবেক নির্বাহী সদস্য গোলাম মোর্তুজা জীবননগর ডাকবাংলোয় ও বিকেলে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান সাখায়াত হোসেন। এছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, হুমায়ূন কবির মালিক, যুব প্রধান ওবাইদুল ইসলাম তুহিন, সদস্য জান্নাতুল নাঈমা, উপপরিচালক হায়দার আলী, ইউনিট হিসাবরক্ষক আক্তার হোসেন।

এদিকে জাগ্রত সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ায় বেলা ১‌১টার দিকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সংস্থার সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নুরুন্নাহার কাকলী, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সদর উপজেলা মহিলা লীগের সভানেত্রী শেফালী বেগম, সম্পা ফেরদৌসসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলা ডাকবাংলো চত্বরে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে এলাকার প্রায় ৫শ হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, নির্বাহী সদস্য হুমায়ন কবির মালিক, নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাকের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আজাদ মালিথা, উপপরিচালক হায়দার আলী, হিসাবরক্ষক আক্তার হোসেন, দামুড়হুদা ইউনিয়ন আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, যুব সদস্য ওবায়দুল ইসলাম তুহিন, নাঈমা ফেরদৌস সুলতানা, সদস্য শরীফ সাথী প্রমুখ উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩ শতাধিক শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা, প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা ও নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক মালিক দুলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় জীবননগরের আন্দুলবাড়িয়া ইউপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংস্থার আজীবন সদস্যদের মাধ্যমে এলাকার হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতাতর্থ মানুষের মাঝে ৮৮ পিস কম্বল প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সেক্রেটারি ফজলুর রহমান, নির্বাহী কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, ইউনিট কর্মকর্তা ও উপপরিচালক হায়দার আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান ওয়াদুল ইসলাম তুহিন ও সদস্য জান্নাতুল নাঈমা। এছাড়াও অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, আজীবন সদস্য পল্লি চিকিৎসক খন্দকার মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, মহাসীন আলী খান প্রমুখ।

কুড়লগাছি প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের আটকবরে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইসলামি সমাজ কল্যাণ পরিষদের অফিসে এতিম ও অসহায় মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ডা. শামসুজ্জোহা, সম্পাদক আফসার আলী।

Leave a comment