দর্শনা অফিস: দর্শনা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে দর্শনা থানাপাড়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, মনিরুল খন্দকার, ফজলুল কাদের, হারুন অর রশিদ জুয়েল, মোস্তাফিজুর রহমান ইস্রা, রেজওয়ান হোসেন লিন্টু, রতন, পিন্টু, রাজু, আলীম, সাগর প্রমুখ। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় আশরাফুল, ব্লাক ডায়মন্ড, ক্রোকারিজ গার্ডেন ও রয়েল চ্যালেঞ্জার। খেলা পরিচালনা করেন- রাজিব মল্লিক, লিন্টু, মুন্না, বাবু, রতন ও ইস্রা।