ঢাকা সাভারে কূপ থেকে দু শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সাভারের বলিয়ারপুর নগরকোন্দা দাসপাড়া এলাকার হাজি মোহাম্মদ আলীর বাড়িতে পরিত্যক্ত একটি কূপ পরিষ্কার করতে নেমে নিখোঁজ হন দুই শ্রমিক। খবর দেয়া হয় স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীদের। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাদের উদ্ধার করা যায়নি। পরে খবর দেয়া হয় ঢাকার ফায়ার সার্ভিসের সদর দপ্তরে। সেখানে থেকে উদ্ধারকর্মীরা এসে শনিবার সন্ধ্যা ৬টায় ওই কূপ থেকে তাদের লাশ উদ্ধার করেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। দু’জনেরই বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
স্থানীয়রা জানান, দুই ফিট ব্যাস ও ২০ ফিট গভীর ওই কূপ পরিষ্কার করতে শনিবার দুপুর আড়াইটায় এক শ্রমিক নামেন। আধঘণ্টা অতিবাহিত হলেও তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় অপর এক শ্রমিক ওই কূপে নামেন। সেও আর উঠে আসেনি।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে জানান, পরিত্যক্ত কূপে অক্সিজেনের অভাবে তারা মারা যেতে পারেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের উদ্ধার করা যায়নি।
তিনি আরো জানান, কূপের ব্যাস দুই ফিট হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেখানে নামতে পারেননি। পরে ঢাকার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সাহায্য চাওয়া হয়। তারা এসে শনিবার সন্ধ্যা ৬টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেন।