চুয়াডাঙ্গায় ছাত্রলীগের অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল

চুয়াডাঙ্গায় অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সামবেশের আয়োজন করা হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দ্দার, শিক্ষা পাঠ্যচক্র সম্পাদক শাহাবুল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিমেল, ছাত্রলীগ নেতা খালিদ, জিম, লিপু, টোকন, সোহেল, সম্রাট, শিমুল, রানা, মোমিন, মানিক, মালেক, রাসেল, কলিন্স, জুয়েল, ইসমাইল, আলিফ, শিহাব, সাফায়াতে, জিহনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপি-জামায়াতের মানুষ পোড়ানো অবৈধ অবরোধ প্রতিহত করার জন্য জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নেতৃত্বে ছাত্রলীগ সব সময় রাজপথে থেকে মোকাবেলা করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক। প্রেসবিজ্ঞপ্তি।